হ্যালো ভিউওয়াস।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল কীভাবে আপনারা মুখ দিয়েই যেকোন লেখা লিখবেন।
আমাদের প্রতিনিয়ত অনেক কিছু লিখতে হয়।যেগুলো লিখতে অনেক সময়ের প্রয়োজন পড়ে।
আজকে আমরা শিখব মুখ দিয়ে অল্প সময়ে অনেক কিছু লেখার কৌশল।তাহলে চলুন শুরু করি।
এর জন্য আপনাদের একটা apps লাগবে।নিচের লিংকে ক্লিক করে apps টা ডাউনলোড করে নিবেন।
Apps links : https://bit.ly/2O2ECub
Apps টা ডাউনলোড হওয়ার পর ওপেন করবেন। কোন পারমিশন চাইলে allow করে দিবেন।তারপর apps টা ওপেন হয়ে যাবে।
তারপর সেটিং অপশনে চলে যাবেন।সেখানে আপনারা ভাষা সিলেক্ট করে দিবেন।বাংলা বা ইংলিশ না অন্যকিছু ভাষা সেটা সিলেক্ট করে দিবেন।
তারপর বের হয়ে আসবেন।তারপর দেখতে পারবেন কথা বলার মত অপশন। আপনারা সেটার ওপর ক্লিক করবেন।তার পর আপনি যা কিছু লিখতে চাচ্ছেন তা মুখ দিয়ে বলবেন,দেখবেন সেখানে লেখা হয়ে যাচ্ছে। তারপর সেই লেখা গুলোকে কপি করে যেকোনো জায়গায় দিতে পারবেন।
এখানে আপনাদের সময় খুবই কম লাগবে।
আজকে এ পর্যন্তই।সবাই ভাল থাকবেন।
Thanks All
0 Comments