হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল যে ভুলের কারণে আপনারা youtube এর মনিটাইজেশন হারাতে পারেন।
যারা youtube এ মনিটাইজেশন পেয়েছে তারাই জানে এই মনিটাইজেশন কতটা দামি।সোনার হরিণের মত এই মনিটাইজেশন এর মূল্য।যারা নতুন ইউটিউবার তারাই জানে মনিটাইজেশন পাওয়া কতটা কষ্টের।আর এই মনিটাইজেশন ছোট ভুলের কারণে আপনারা হারাতে পারেন।তাহলে চলুন জেনে নেই।
যে বিষয়গুলো এড়িয়ে চলবেন :
১. কখনওই নিজের ads বা বিজ্ঞাপণে ক্লিক করবেন।হোক সেটা ip address পরিবর্তন করে।এই ভুল কখনই করবেন না।নাহলে মনিটাইজেশন হারাবেন।
২. নিজর বন্ধুদেরকে মেসেঞ্জার অথবা কোথাও লিংক দিয়ে বিজ্ঞাপণে ক্লিক করতে বলবেন না।কারণ গুগোল আপনার চেয়ে ১০০০০ গুন বেশি চালাক।এরকম করলে youtube আপনাকে মার্ক করে রাখবে এবং একসময় মনিটাইজেশন ডিজেবল করে দিবে।
৩. কোন software বা free/paid traffic সাইট থেকে subscriber বা ভিডিও ভিউ নিবেন না।এসব করলে youtube আপনাকে স্পাম হিসেবে দেখবে এবং আপনার মনিটাইজেশন ডিজেল করে দিবে।
৪. কখনও মিসলিডিং করবেন না।টাইটেল একরকম থামনেইল একরকম ভিডিওতে আলাদা রকম এরকম করবেন না।এরকম করলে আপনার মনিটাইজেশন শেষ।
৫. কখনও কারও ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে নিজের youtube চ্যানেলের লিংক শেয়ার করবেন না।এসব করলে youtube এর চোখে খারাপ হয়ে যাবেন।
৬. কোন adult, sexual, misleading,hateful, harmful ইত্যাদি কন্টেন্ট আপলোড করবেন না।
উক্ত ৬ টি কারণের একটির জন্য ও যদি আপনাদের মনিটাইজেশন ডিজেবল হয় তাহলে আর জীবণেও মনিটাইজেশন ফেরত পাবেন না।
আজ থেকে এসব করা বাদ দিন নাহলে মনিটাইজেশন হারাবেন।
1 Comments
Tnx
ReplyDelete