হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল কীভাবে আপনারা মেমোরি কার্ড সুরক্ষিত রাখবেন।
আমরা মোবাইলফোনে এবং ক্যামেরাতে মেমোরি কার্ড ব্যবহার করে থাকি।আমাদের মেমোরি কার্ড গুলো সঠিক যত্নের অভাবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে।আজ আমরা শিখব কীভাবে আমাদের মেমোরি কার্ড গুলো সংরক্ষিত রাখব।তাহলে চলুন শুরু করি।
মেমোরি কার্ড সুরক্ষিত রাখবেন যেভাবে :
১. আপনার মেমোরি কার্ড কখনও পেনড্রাইভ হিসেবে ব্যবহার করবেন না।এতে মেমোরির উপরে অনেক চাপ পড়বে এবং ভাইরাসে আক্রান্ত হবে।২. মেমোরি কার্ডে short ফাইল থাকলে সেটা ডিলিট করে দেবেন।এই short ফাইল গুলো ভাইরাসের সৃষ্টি করে।
৩. মেমোরি কার্ড ফরম্যাট করার প্রয়োজন পড়লে কখনই কম্পিউটার দিয়ে ফরম্যাট করবেন না।অবশ্যই মোবাইল দিয়ে ফরম্যাট করবেন।
৪. ৩ মাস পরপর মেমোরি কার্ড ফরম্যাট দিবেন।এতে মেমোরিতে থাকা সকল ভাইরাস ডিলিট হয়ে যাবে।
৫. যখন আপনার মেমোরি কার্ড খুলে রাখবেন তখন অবশ্যই ভাল একটা বক্সে রাখবেন।মেমোরি কার্ড যেখানে সেখানে ফেলে রাখবেন না।
৬. মেমোরিতে কম্পিউটারের কোন সফটওয়্যার রাখবেন না।মেমোরিতে কম্পিউটারের সফটওয়্যার রাখলে মেমোরি নষ্ট হবে তাড়াতাড়ি।
৭. মেমোরি কার্ড বেশিদিন ফেলে রেখে দিবেন না।কোন একটা ডিভাইসে চালু করে রেখে দিবেন।
৮. মেমোরি কম্পিউটারে প্রবেশ করার সময় অবশ্যই ভাল রিডার কার্ড ব্যবহার করবেন।দুর্বল রিডার কার্ড ভুলেও ব্যবহার করবেন না।
৯. মেমোরিতে সব সময় ৩০% জায়গা খালি রাখবেন।অর্ধেক রাখলে আরও ভাল হয়।
১০. ভাল কোন এন্টিভাইরাস দিয়ে মেমোরি স্ক্যান করবেন।এতে মেমোরি কার্ড ভাইরাস থেকে মুক্ত থাকবে।
0 Comments