হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল ফেইজবুকের ডার্ক মোড নিয়ে।
অবশেষে ফেইজবুক ব্যবহারকারীদের জন্য ডার্ক মোড উন্মুক্ত করা হয়েছে।সর্বপ্রথম ছবি শেয়ারিং সাইট instagram এ এই সুবিধা চালু হয় তারপর বিশ্বের বার্তা আদান প্রদানকারী সাইট Whatsapps এ এই সুবিধা চালু হয়।বর্তমানে এই সুবিধা ফেইজবুক দিচ্ছে।
ডার্ক মোড ব্যবহারের সুবিধা :
১. ডার্ক মোড ব্যবহার করলে ফোনের চার্জ কম ফুরায়।এতে মোবাইলের ব্যাটারি ও ভাল থাকে।২. ডার্ক মোড ব্যবহারে মোবাইলের Ram ও CPU দুটিই ভাল থাকে।
৩. ডার্ক মোড ব্যবহারের ফলে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলেও চোখের সমস্যা হয় না।এখানে খুবই সামান্য আলো থাকার কারণে চোখের বেশি ক্ষতি হয় না।
ফেইজবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ সাইট।বর্তমানে পৃথিবীর ৮০% মানুষ ফেইজবুজ ব্যবহার করে।তাই এখানে ডার্ক মোড চালু হলে সবার জন্য বেশ উপকার হবে।
এই ডার্ক মোডটি সবার মোবাইল ফোনে এখনও চালু হয়নি।কিছু কিছু মানুষের ফোনে এটি চালু করে দিয়েছে ফেইজবুক।চলতি বছরেই এই সেবাটি সকলে ফোনে চালু হবে জানিয়েছে ফেইজবুক কর্তৃপক্ষ।বর্তমানে এই ডার্ক মোড এনড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের কছে খুবই জনপ্রিয়।আপনারা চাইলে ফেইজবুজ মেসেঞ্জারে এই ডার্ক মোড ব্যবহার করতে পারেন।
এজন্য আপনাদের প্রথমে মেসেঞ্জারে ঢুকার পর প্রোফাইলে ক্লিক করবেন নিচের মত।
প্রোফাইলে যাওয়ার পর Dark mode অপশনে ক্লিক করুন নিচের মত।
এখন দেখুন নিচের মত ডার্ক মোড চালু হয়েছে।
0 Comments