মাত্র ১ মিনিটে যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন

মাত্র ১ মিনিটে যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন


হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল যেভাবে আপনারা মাত্র ১ মিনিটে যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন।এখানে একদম ফ্রীতেই যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।তাহলে চলুন শুরু করি।

ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদেরকে একটা apps লাগবে।সেটার ডাউনলোড লিংক নিচে দেওয়া হল।

Apps Links:https://play.google.com/store/apps/details?id=pics.phocus.autocrop.free

এই app টা ডাউনলোড হয়ে গেলে ওপেন করবেন।কোন পারমিশন চাইলে allow করে দিবেন।তারপর নিচের মত পেজ দেখতে পারবেন।এখানে আপনারা আপনাদের gallery থাকা সকল ফটো দেখতে পারবেন।যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করতে হবে।


 ফটোর উপর ক্লিক করার পর নিচের মত পেজ আসবে।এখানে আপনারা প্রথমে crop করে নিবেন।তারপর কোনায় যে তীর চিহ্নটা আছে সেটার উপর ক্লিক করবেন। ( ইন্টারনেট কানেকশন অবশ্যই দিবেন)



তারপর দেখবেন ৫ সেকেন্ডের ভিতরতে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে।আপনি যদি আলাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে চান তাহলে নিচের মত লাল কালারের দেয়া অপশনে ক্লিক করবেন।



তারপর নিচের মত অনেক গুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন।সেগুলো ইচ্ছা মত নিতে পারেন।আর নিতে না চাইলে নাই।



এখন ফটোটা ডাউনলোড করার জন্য উপরের মত লাল কালারের অপশনে ক্লিক করবেন।তাহলে ছবিটি ফোনে সেভ হবে।

আজকে এ পর্যন্তই।সবাই ভাল থাকবেন।

Post a Comment

0 Comments