হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল কম্পিউটারের বিস্তারিত বিষয় নিয়ে।তাহলে চলুন শুরু করি।
কম্পিউটার কী :
কম্পিউটার (computer) হল এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করে ফেলে।
কম্পিউটার শব্দটি গ্রীক কম্পিউট (compute) শব্দ থেকে এসেছে।কম্পিউট শব্দের অর্থ হচ্ছে গণনা করা।আর কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র।
কিন্তু এখন কম্পিউটারকে আর শুধু গণনাকারী যন্ত্র বলা হয় না।বর্তমানে কম্পিউটার বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ করে ও উপস্থাপন করে।বর্তমানে কম্পিউটার হয়ে উঠেছে সবচেয়ে শক্তিশালী যন্ত্র যার মাধ্যমে প্রযুক্তির ও মানুষের চাহিদার সকল কাজ করা হচ্ছে।বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে ১৯৬৪ সালে।
কম্পিউটার সৃষ্টির ইতিহাস :
প্রাচীন কালে মানুষ তাদের গণনা করার জন্য ঝিনুক,নুড়ি,দড়ির গিট ইত্যাদি ব্যবহার করত।পরবর্তীতে গণনার কাজে বিভিন্ন যন্ত্র ব্যবহার করলেও অ্যাবাকাস (abacus) কেই কম্পিউটার সৃষ্টির প্রথম যন্ত্র হিসেবে ধরা হয়।এটি আবিষ্কৃত হয় ২৪০০ সনে ব্যবিলনে।
১৯১৬ সালে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার ছাপা,দাগকাটা অথবা দন্ড ব্যবহার করেন।এসব দন্ড জন নেপিয়ারের অস্থি নামে পরিচিত।১৬৪২ সালে ১৯ বছর বয়সী ফরাসী বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন।১৬৭১ সালে জার্মান গণিতবিদ গটফ্লাইড ভন লিবনিজ প্যাসকেলের যন্ত্রের ভিত্তিতে গুণ ভাগ সম্পন্ন আরও উন্নত ক্যালকুলেটর আবিষ্কার করেন।তিনি এই যন্ত্রের নাম দেন রিকোনিং যন্ত্র।১৮২০ সালে টমাস ডি কোমার এই রিকোনিং যন্ত্রকে আরও জনপ্রিয় করে তোলেন।
১৯ শতকের শুরুর দিকে আধুনিক একটি যন্ত্রের নির্মাণ ও ব্যবহারের ধারণা প্রথম ও সোচ্চার ভাবে প্রচার করেন চার্লস ব্যাবেজ।এজন্য চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।তিনি এটির নাম দেন ডিফারেন্স ইণ্জিন (difference engine)।তিনি এটি নিয়ে কাজ করার সময় ১৮৩৩ সালে তিনি অ্যানালিটিকাল ইণ্জিন নামে আরও উন্নত ও সার্বজনীন একটি যন্ত্রের ধারণা লাভ করেন।
১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশনে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পর বাজারে আসতে থাকে প্রসেসর ভিত্তিক নতুন কম্পিউটার।তখন থেকে কম্পিউটার দুনিয়ায় কম্পিউটারের আকৃতি ও কার্যক্ষমতায় বিরাট বিপ্লব সাধিত হয়।তারপর ১৯৮১ সালে বাজারে আসে আই.বি.এম (I.B.M) কোম্পানির পার্সোনাল কম্পিউটার বা পিসি (PC)।
তারপর ধীরে ধীরে শুরু হয় কম্পিউটারের জগৎ।
0 Comments