হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল যেভাবে আপনারা youtube এ ২০ এমবির ভিডিও মাত্র ১ এমবি দিয়ে দেখবেন।
আমাদের যাদের ওয়াই-ফাই নাই তাদের জন্য ইন্টারনেট ব্যবহার করা কষ্টকর হয়ে পড়ে।আমাদের দেশের সিম কোম্পানি গুলো ভাল একটা অফার দেয় না।
উদাহরণ স্বরূপ : ৫ টাকায় ৫ কেজি জিলাপি খেতে হবে ৫ মিনিটে।
আমাদের দেশের সিম কোম্পানিগুলো এ ধরণের অফার দিয়ে থাকে।এমবি কিনতে কিনতে জীবণ শেষ।ভালমত youtube ও ব্যবহার করা যায় না।আজ আমি এটার সমাধান নিয়ে হাজির হলাম যার মাধ্যমে ২০ এমবির ভিডিও দেখবেন মাত্র ১ এমবি দিয়ে।তাহলে চলুন শুরু করি।
এটা করার জন্য আপনাদের একটা app ডাউনলোড করতে হবে।
App Links : https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.youtube.mango
App টা ডাউনলোড করার পর ওপেন করবেন।ওপেন করার পর নিচের মত দেখতে পারবেন।এখানে next এ ক্লিক করবেন।
তারপর নিচের মত পেজ আসবে।এখানে আপনারা আপনাদের মোবাইলে থাকা সকল জিমেইল আইডি দেখতে পারবেন।যে কোন একটা জিমেইল সিলেক্ট করে next এ ক্লিক করুন।
তারপর কোন পারমিশন চাইলে allow করে দিবেন।তারপর দেখবেন app টা ওপেন হয়ে গেছে।পুরাই একটা youtube।এখানে আপনারা সকল ভিডিও দেখতে পারবেন।চাইলে search ও করতে পারবেন।
আপনারা এখানে যেই ভিডিওটা দেখতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন।তারপর নিচের মত দেখতে পারবেন।
এখানে আপনারা তিন কোয়ালিটিতে ভিডিও দেখতে পারবেন।সবচেয়ে উপরেরটা হচ্ছে low,তারপর medium,তারপর high। আপনারা সবসময় low অথবা medium কোয়ালিটিতে ভিডিও দেখবেন।তাহলে দেখবেন ৫০% ইন্টারনেট সাশ্রয় হবে।উপরের স্কিন শর্টটা লক্ষ করুন ওখানে দেখতে পারবেন সবকিছু।লো কোয়ালিটি হচ্ছে 3.9 MB, Medium 11.8 MB আর high 14.5 MB. এখানে আপনারা বুঝতে পারবেন কোন ভিডিওটা দেখতে কত mb খরচ হবে।কোয়ালিটি সিলেক্ট করার পর প্লে অপশনে ক্লিক করবেন তাহলে ভিডিও টি দেখতে পারবেন।এখানে ডাউনলোড ও করতে পারেন।
0 Comments