হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল কীভাবে আপনারা খুব সহজে ফেইজবুক একাউন্ট ডিলিট করবেন।
অনেকেই আছে যারা অনেকগুলো ফেইজবুক একাউন্ট খুলেছে একই মোবাইল নম্বর দিয়ে।এরকম অনেকেই আছে যারা অযথা অনেক গুলো একাউন্ট খুলে রেখেছে।আপনার যদি এরকম অনেক গুলো একাউন্ট থাকে তাহলে এগুলো যেভাবে মুছে ফেলবেন।এখানে আপনারা চাইলে একাউন্ট delete বা Deactive করে রাখতে পারেন।delete করলে সারা জীবনের জন্য মুছে যাবে আর Deactive করে রাখলে আপনার একাউন্টটা থাকবে কিন্তু ফেইজবুকে active থাকবে না।
এই কাজটি করার জন্য আপনারা প্রথমে আপনার প্রোফাইলে চলে যান।তারপর more বা থ্রি ডট এ ক্লিক করুন।তারপর নিচের দিকে গেলে দেখতে পারবেন delete your account and information অপশন।সেখানে ক্লিক করুন।
এখানে ক্লিক করার পর নিচের মত পেজ আসবে।
এখানে আপনারা Delete করতে চাইলে delete অপশন সিলেক্ট করুন আর Deactive করতে চাইলে deactive অপশন সিলেক্ট করুন। তারপর continue অপশনে ক্লিক করুন তাহলে কাজ হয়ে যাবে।
0 Comments