হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল যেভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের পোষ্ট কপি করা বন্ধ করবেন।
মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে।আপনি সেখানে প্রতিনিয়ত অনেক কষ্ট করে বিভিন্ন পোষ্ট করে থাকেন।আর অন্য কেউ এসে সেই পোষ্ট গুলো নিজের সাইটে বা অন্য কোথাও নিজের নামে চালিয়ে দেয়।এটাই হচ্ছে কপি পোষ্ট।এটার সমস্যা অনেক।যখন আপনার পোষ্টের চেয়ে তার পোষ্টের rank বেশি হবে তখন গুগোল ভাববে যে আপনি তার ওয়েবসাইট হতে কপি করেছেন।এতে লস আপনার।
আমি যে উপায়টা আজকে দেখাব সেটা করলে কারও বাপের ক্ষমতা নাই আপনার ওয়েবসাইট হতে একটা অক্ষর কপি করার।তাহলে চলুন শুরু করি।
কপি পোষ্ট বন্ধ করার উপায়:
প্রথমে আপনি আপনার ব্লগার বা ওয়ার্ডপ্রেস সাইটের লেআউট (layout) অপশনে যাবেন নিচের মত।
তারপর add a Gagged এর উপর ক্লিক করবেন।
তারপর html javascript লেখাতে ক্লিক করবেন।
তারপর নিচের কোডটা কপি করে নিচের জায়গায় বসিয়ে দিয়ে দিয়ে save লেখাতে ক্লিক করুন।
HTML CODE :
<!- start disable copy paste --><script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'></script><script type='text/javascript'> if(typeof document.onselectstart!="undefined" ) {document.onselectstart=new Function ("return false" ); } else{document.onmousedown=new Function ("return false" );document.onmouseup=new Function ("return false"); } </script> <!-- End disable copy paste --></!->
এখানে আপনারা এই কোডটি ও কপি করতে পারবেন না।তাই নিচে থেকে ডাউনলোড করে নিন।
তাহলে কাজ শেষ।এখন নিজেই দেখুন নিজের সাইট হতে কপি করতে পারেন কিনা।আপনিও পারবেন না।আপনি ব্লাগারে যেখানে লিখেন সেখানেই শুধু কপি করতে পারবেন।
0 Comments