হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল মেমোরি কার্ড নিয়ে।
আমরা যারা মোবাইলফোন ব্যবহার করি তাদের সবাইরে একটি করে মেমোরি কার্ড আছে।আর যাদের নাই তারা হয়তো কিনার কথা ভাবছেন।মেমোরি কার্ড একই হলেও বাজারে অনেক ধরনের মেমোরি কার্ড পাওয়া যায়।কোনটা আপনার জন্য ভাল হবে কোনটা ভাল হবে না সেগুলো নিয়ে আজকের বিষয়।তাহলে চলুন শুরু করি।
মেমোরি কার্ডের বিস্তারিত বিষয় :
মেমোরি কার্ড সাধারণত ৩ ধরণের হয়ে থাকে।
যথা :
1. Micro SD
2. MicroSD HC
3. MicroSD XC
1. ১ থেকে ৪ জিবির মধ্যে যে মেমোরি গুলো পাওয়া যায় সেগুলো হল Micro SD.
2. ৪ থেকে ৩২ জিবির মধ্যে যে মেমোরি কার্ড গুলো পাওয়া যায় সেগুলো হল MicroSD HC.
3. ৩২ জিবি থেকে ২ টেরাবাইট পর্যন্ত যে মেমোরি গুলো পাওয়া যায় সেগুলো হল MicroSD XC.
স্পিড এর উপর ভিত্তি করে কয়েক ধরণের মেমোরি কার্ড পাওয়া যায় :
1. Class 2
এই ধরণের মেমোরি কার্ড প্রতি সেকেন্ড ২ মেগাবাইট ডেটা সংরক্ষণ করতে পারে।
2. Class 4
এই ধরণের মেমোরি কার্ড প্রতি সেকেন্ডে ৪ মেগাবাইট ডেটা সংরক্ষণ করতে পারে।
3. Class 6
এই ধরণের মেমোরি কার্ড প্রতি সেকেন্ডে ৬ মেগাবাইট ডেটা সংরক্ষণ করতে পারে।
4. Class 10
এই ধরণের মেমোরি কার্ড প্রতি সেকেন্ডে ১০ মেগাবাইট ডেটা সংরক্ষণ করতে পারে।
আপনার মেমোরি কার্ডের স্পিড যেভাবে জানবেন :
মেমোরি কার্ডের স্পিড চেক করার জন্য আপনার মেমোরি কার্ডের গায়ে দেখবেন অনেক গুলো সংখ্যা লিখা আছে।এগুলোই হচ্ছে আপনার মেমোরি কার্ডের স্পিড।
কোন কাজে কোন মেমোরি কার্ড ব্যবহার করবেন:
আপনি যদি শুধু অডিও ও ভিডিও গান রাখতে চান তাহলে class 2 বা 4 এই কার্ড গুলো ব্যবহার করতে পারেন।আর যদি আপনি মোবাইলে ভিডিও করতে চান তাহলে আপনাকে class 6 বা 10 ব্যবহার করতে হবে।কারণ ভিডিও করার সময় দেখবেন খুব অল্প সময়ে অনেক বেশি মেগা হয়ে যায়।
আজকে এ পর্যন্তই।সবাই ভাল থাকবেন।
0 Comments