হ্যালো ভিউওয়াস।আমাদের সাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন। আমাদের আজকের বিষয় হল কীভাবে আপনার মোবাইলের চার্জ কম থাকলে এর সমাধান করবেন।তাহলে চলুন শুরু করি।
আপনার মোবাইলের চার্জের সমস্যা বা চার্জ কম থাকলে এই ৮ টি নিয়ম ফলো করুন :
১.Live video wallpaper ব্যবহার করা থেকে দূরে থাকুন।
২.মোবাইলের home screen এ বেশি widgets ব্যবহার করবেন না।
৩.মোবাইলের চার্জ ২৫ % এর কম না হওয়া পর্যন্ত চার্জে দিবেন না।
৪.কোন দিনও ভুলেও মোবাইল চার্জে দিয়ে মোবাইল চালাবেন না।নাহলে আপনার মোবাইল এর ব্যাটারি নষ্ট হয়ে যাবে।
৫.মোবাইলের brightness কমিয়ে রাখবেন।
৬.মোবাইলের ওয়াই-ফাই, ডাটা কানেকশন, লোকেশন অযথা অন করে রাখবেন না।
৭. মোবাইলের সকল apps বন্ধ করে চার্জে দিবেন।বা মোবাইল বন্ধ করেও দিতে পারেন।
৮.মোবাইলে ১০০% চার্জ হওয়ার পরও ঘণ্টার পর ঘণ্টা চার্জে রাখবেন।
আশা করি এসব নিয়ম মেনে চললে আর মোবাইল এর চার্জ কমে যাবে না।
Thanks All
0 Comments