হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল কীভাবে আপনারা ফেইসবুক এ যে কাউকে ১ মিনিটে ব্লক করবে।কেউ আপনাকে অযথা বিরক্ত করলে তার থেকে বাচার জন্য তাকে ব্লক করে দিন।এভাবে ব্লক করে দিলে তার সেই আইডি দিয়ে আর আপনাকে কোন দিনও খুঁজে পাবে না।তাহলে চলুন শুরু করি।
ব্লক করার নিয়ম :
প্রথমে আপনার ফেইজবুকের সেটিং অপশনে ক্লিক করবেন।ক্লিক করার পর নিচের মত blocking অপশন পাবেন।এটার উপর ক্লিক করবেন।
তারপর নিচের মত অপশন দেখতে পারবেন।
তারপর Add blocked list অপশনে ক্লিক করবেন।তারপর সার্চ অপশনে যাকে ব্লক করতে চাচ্ছেন তার নাম লিখবেন।তারপর নিচের মত অপশন আসবে।
তারপর যাকে ব্লক করতে চান তাকে ব্লক করে দিন।এভাবে আপনি একাধিক জনক ব্লক করে দিতে পারবেন।
তারপর আনব্লক করতে চাইলে নিচের মত আনব্লক লেখাতে ক্লিক করে আনব্লক করতে পারবেন।
আজকে এ এপর্যন্তই সবাই ভাল থাকবেন।
0 Comments