হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল আপনার যদি কোন কিছুর পাসওয়ার্ড হ্যাক হয় তাহলে যেভাবে আপনাদেরকে জানিয়ে দেবে chrome browser.
আমরা অনেক জায়গায় একাউন্ট করতে গেলে সেখানে আমাদের ইমেইল ও পাসওয়ার্ড দেই যেটা হ্যাক হয়ে গেলে আমাদের জন্য অনেক দুঃখের বিষয়।এখন থেকে আমরা যে কোন একাউন্ট তৈরি করি না কেন সেটা যদি আমরা ক্রোম ব্রাউজার দিয়ে করি তাহলে সেই পাসওয়ার্ড হ্যাক হলে ক্রোম ব্রাউজার আমাদেরকে পপ আপ নোটিশের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিবে।এতে আমরা বুঝতে পারব যে আমাদের পাসওয়ার্ডটি সুরক্ষিত আছে কি না।
তাছাড়া ও কেউ যদি আমাদের পাসওয়ার্ডটি হ্যাক করার চেষ্টাও করে তাহলে ও আমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে।
খুব অল্প দিনের ভিতরতে chrome browser এই ফিচারটি এড করবে।
আজকে এ পর্যন্তই।সবাই ভাল থাকবেন।
0 Comments