হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল কীভাবে আপনারা ফেইজবুকের ফেক আইডি চিনবেন তা নিয়ে।
বর্তমান যুগে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ফেইজবুক।ফেইজবুকের যেমন ভাল দিক আছে তেমনি খারাপ দিকও আছে।কেউ আছে যে ছেলে হয়েও মেয়ের নামে আইডি খুলে বসে আছে।আপনি মনে করছেন সত্যি একজন মেয়ে।আজকে আমি এই ফেক আইডি গুলো চিনার উপায়গুলো বলব।
ফেইজবুকের ফেক আইডি চিনার উপায় :
১. ফেইজবুক আইডিটিতে ১টি বা ২টি যদি ফটো থাকে তাহলে আইডি ৯৯% ফেক হওয়ার সম্ভবনা থাকে।
২.মনে করেন আইডিটিতে কয়েকটা ফটো আছে তারমধ্যে একটার সাথে আরেকটার মিল নাই তাহলে বুঝবেন আইটি ফেক।
৩.ফেক আইডির ফটো গুলো ডাউনলোড করে image.google.com গিয়ে সার্চ দিলেই বেরিয়ে আসবে আসল ফটোর মালিক।
৪.আইডি টি ফেক হলে একটিভ কম থাকবে ফেইজবুকে।
৫.ফেইজবুক প্রোফাইলে যেখানে নিজের পরিচয় দেয়া থাকে সেখানে যদি দেখেন যে সবগুলো পরিচয় উল্টাপাল্টা তাহলে বুঝবেন আইডিটি ফেক।যেমন school, college, work etc.
৬.মনে করেন আইডিটি কারও নামে না তাহলে বুঝবেন আইডিটি ফেক।যেমন আকাশ ছোয়া ভালবাসা, ভালবাসা ছেড়া ফুল,মনের মাঝে তুমি ইত্যাদি।
৭. আইডিটির ফ্রেন্ড লিস্টে যদি দেখেন সবগুলো পুরুষ অথবা সবগুলো নারী তাহলে বুঝবেন আইডিটি ফেক।
৮.আইডিটির প্রোফাইলে যদি দেখেন মেয়ের হট ফটো আর বিভিন্ন মোবাইল নম্বর দেয়া তাহলে বুঝবেন আইডিটি ফেক।
0 Comments