হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল কীভাবে আপনারা ফেইজবুকের ভিডিও অটো প্লে হওয়া বন্ধ করবেন।
আমরা জানি,ফেইজবুক চালালে কম MB কাটে।কিন্তু এই ভিডিও গুলো ফেইজবুকের হোমপেজে অটো প্লে হওয়ার কারণে আমাদের MB খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।আজকে আমরা ভিডিও অটো প্লে হওয়া বন্ধ করা শিখব।তাহলে চলুন শুরু করি।
নিয়ম:
প্রথমে আপনারা আপনার ফেইজবুক একাউন্টে যান।তারপর আপনারা সেটিং অপশনে ক্লিক করুন।তারপর নিচের মত পেজ আসবে।
এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন।অপশন গুলো নিচের দিকে স্ক্রোল করে দেখবেন।তাহলে নিচের দিকে media and contract নামের অপশন পাবেন সেখানে ক্লিক করবেন।তারপর নিচের মত পেজ আসবে।
এখানে আপনারা Autoplay অপশনে ক্লিক করবেন।তারপর নিচের মত তিনটা অপশন পাবেন।
এখানে আপনারা অটো প্লে ভিডিও বন্ধ করতে চাইলে Never Autoplay Videos এই অপশনে ক্লিক করবেন।তাহলে আর ফেইজবুকের ভিডিও অটো প্লে হবে না।
আজকে এ পর্যন্তই।সবাই ভাল থাকবেন।
0 Comments