হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল যেভাবে আপনারা সিম নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন করবেন।
মনে করেন আপনার একটা গ্রামীণ সিম আছে।আপনি দেখছেন যে গ্রামীণফোনের চেয়ে এয়ারটেল সিমে অফার অনেক বেশি।তাই আপনি চাচ্ছেন ফোন নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন করতে।আপনি যদি এয়ারটেলের নতুন সিম কিনেন তাহলে আপনার মোবাইল নম্বরটি পরিবর্তন হয়ে যাচ্ছে।
নিচের নিয়মে সিম অপারেটর পরিবর্তন করুন :
আপনি আগের সিমটি যে NID কার্ড দিয়ে উঠিয়েছিলেন সেই NID কার্ড নিয়ে নিকটস্থ গ্রাহকসেবা কেন্দ্রে চলে যাবেন।সেখানে আপনার আঙুলের ছাপ নিয়ে আপনি পূর্বের যে অপারেটর ব্যবহার করেছেন তার কাছে ছাড়পত্রের জন্য আবেদন করবে।
আগের অপারেটর অনুমতি দিলেই আপনি যে কোন অপারেটরে পরিবর্তন করতে পারবেন।এতে আপনার আগের সিমটি নষ্ট হয়ে যাবে এবং নতুন অপারেটর এর সিম দেওয়া হবে।কিন্তু আপনার আগের নম্বর ঠিক থাকবে।এসব কাজ ১০ মিনিটের মধ্যেই হয়ে যাবে।এরপর আপনাকে ১৫৮ টাকার মত দিতে হবে।
অপারেটর পরিবর্তনের আগে যেসব বিষয়ে জেনে নেওয়া উচিত :
১. অপারেটর পরিবর্তন করলে পরবর্তী ৯০ দিনের মধ্যে আর অপারেটর পরিবর্তন করতে পারবেন না।
২. অপারেটর পরিবর্তনের সময়ে পোষ্টপেইট থেকে প্রিপেইট এবং প্রিপেইট থেকে পোস্টপেইট এ যেতে পারবেন না।
৩. আগের অপারেটর এর কোন পাওয়া বা ধার থাকলে সেটা অবশ্যই পরিবর্তন করতে হবে।
আজকে এ পর্যন্তই।সবাই ভাল থাকবেন।
0 Comments