২০২৩ সালের মধ্যে বাংলাদেশে দুটি সাবমেরিন ক্যাবল আসছে।।Submerin cable coming bangladesh in 2023

সাবমেরিন ক্যাবল কি,ইন্টারনেট,বাংলাদেশ,সাবমেরিন ক্যাবল,চ্যানেল 24,৩য় সাবমেরিন ক্যাবল,সাবমেরিন কেবল কি,সাব মে রিন,সাবমেরিন,২য় সাবমেরিন,সার্চলাইট, সাবমেরিন,বাংলাদেশের সাবমেরি,সাবমেরিনের ২০১৭ আপডেট নিউজ,বাংলাদেশের সাবমেরিনের ২০১৭,বাংলাদেশের প্রথম ২টি সাবমেরিন,বাংলাদেশের সাবমেরিনের ২০১৭ আপডেট নিউজ,সাবমেরিন,বাংলাদেশের সাবমেরি,অ্যাটাক সাবমেরিন,রুশ নৌবাহিনী,বাংলাদেশের সাবমেরিনের ২০১৭,ভ্লাদিমির কোরোলেভে,আর্কটিক সাগর,সাবমেরিনের ২০১৭ আপডেট নিউজ,submarine cable,cable,submarine cables,submarine,submerin cable,submarine internet cable,submarine cable installation,cables,sandwip submerin cable,how submerin cable works,cable installation,submarine cable map,internet cable,undersea cables,bangla submarine cable,submarine laying cable,submarine cable repair,jio submarine cables,submarine cable map 2018,optical submarine cable,submarine cable map india,optical fiber,optical,fiber,fiber optics,fiber optic cable,under sea optical fiber,optical fiber communication,fiber optic,fiber optic cable installation,optic,optical cable,opticle fiber,what is optical fiber,optical fiber sensor,optical fiber cables,optical fiber working,passive optical network,how optical fiber works,losses in optical fiber,optical fiber in physics,working of optical fiber,tech news,tech,tech news in telugu,news,technews,technology news,top tech news,tech news 134,hindi news,vasu tech news,best tech news,tech review,daily tech news,tech news daily,hindi tech news,tech updates,tech news telugu,latest tech news,prasad tech news,tech in telugu,jio latest news,daily news,tamil tech news #134,vaasu latest tech news,tech news telugu today,today tech news telugu,


হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল বাংলাদেশে ২০২৩ সালের মধ্যে যে সাবমেরিন ক্যাবল দুইটা আসছে সেই দুইটার বিস্তারিত বিষয় নিয়ে।তাহলে চলুন শুরু করি।

এই দুইটা ক্যাবলের মধ্যে একটি হচ্ছে সরকারীভাবে আর অন্যটি হচ্ছে বেসরকারিভাবে।সরকারি টা আসবে ২০২৩ সালের মধ্যে আর বেসরকারি টা ২০২১ সালের মধ্যে আসতে পারে।

একটি স্থানীয় সংস্থা সাবমেরিন ক্যাবল সংযোগ দেওয়ার লাইসেন্স পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।বাংলাদেশ সরকারও এটিকে ইতিবাচক হিসেবে নিয়েছে কারণ এতে তো আমাদেরই লাভ।ইতিমধ্যে সাবমেরিন ক্যাবল স্থাপনে বাংলাদেশ MIWi কনসোর্টিয়াম এর সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে।

দেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন যে,আমরা ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে সাবমেরিন ক্যাবল বাণিজ্যিকভাবে শুরু করার পরিকল্পনা নিয়েছি।

মন্ত্রী আরও বলেন,স্থানীয় সংস্থার ব্যবসায়ীক সুরক্ষার জন্য টেরেস্ট্রিয়াল ক্যাবল এর মাধ্যমে ব্যন্ডইউথের আমদানি বন্ধ করা হবে।বর্তমান ভারত থেকে ১৪০০ গিগাবাইট এর মধ্যে ৮০০ আসছে প্রথম ক্যাবল দিয়ে আর দ্বিতীয় ক্যাবল দিয়ে আসছে ৬০০ গিগাবাইট।

প্রাসঙ্গিক মহল বলেন তৃতীয় সাবমেরিন ক্যাবলের সক্ষমতা হবে ১০০০০ গিগাবাইট বা জিবিপিএস।যার মধ্যে ৫০০০ আসবে সিংগাপুর থেকে আর ৫০০০,আসবে ফ্রান্স থেকে।

আজকে এপর্যন্ত।সবাই ভাল থাকবেন।

Post a Comment

0 Comments