হ্যালো ভিউওয়াস।আমাদের সাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন। আমাদের আজকের বিষয় হল কীভাবে আপনারা কপি মোবাইল ফোন চিববেন।তাহলে চলুন শুরু করি।
বর্তমান যুগে smart phone ব্যবহার করে না এমন লোকের সংখ্যা খুবই কম।কিন্তু আমাদের এই ফোনটা যদি নতুন কিনার পর বিভিন্ন সমস্যা দেখায় তাহলে কার না মেজাজ ভাল থাকে।
এই সমস্যা গুলো হয় কপি ফোন গুলোতে।
আমরা আজকে কপি ফোন চিনার ৭ টি বিষয় তুলে ধরব।
১. মোবাইল চার্জে দিলে ৫ মিনিটে ফুল চার্জ দেখাবে।
২. মোবাইল ফোন গুলোর নাম ভুল থাকবে।
যেমন Nokla,Samsong etc.
৩. ২ ফুট সামনের জিনিস ও ক্যামেরাতে ঘোলা দেখাবে।
কিন্তু ক্যামেরার নিচে দেওয়া থাকবে 12 megapixel,20 megapixel etc.
৪. মোবাইলটিতে tv,lighter সব থাকবে।
৫. চার্জ দেওয়ার পর মোবাইল এত গরম হবে যে আপনি মোবাইলটা হাত দিয়েও নাড়তে পারবেন না।
৬. মোবাইলটা বারবার হ্যাং করবে।
৭. মোবাইল ফোনটার সাউন্ড খুবই বাজে কোয়ালিটির হবে।
আশা করি এখন থেকে আপনারা কপি ফোন চিনতে পারবেন।
Thanks All
0 Comments