হ্যালো ভিউওয়াস।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন। আমাদের আজকের বিষয় হল কীভাবে আপনারা মোবাইল ফোন গরম হওয়া সমস্যার সমাধান করবেন।তাহলে চলুন শুরু করি।
ডিজিটাল এই যুগে আমাদের হাতের মুঠেই চলে এসেছে স্মার্ট ফোন।যেই ফোন গুলো দিয়ে অনেক কাজ করা সম্ভব।এই ফোন গুলোতে খুব বেশি apps install করে রাখলে বা অনেক সময় অযথা wifi বা data connection অন করে রাখলে এই ফোন গুলি অতিরিক্ত গরম হয়ে যায়।একে বলে overheating.
এই ফোন গুলো গরম হওয়ার ফলে আপনার জীবনের ঝুঁকি হতে পারে।এই ফোন গুলো overheating এর ফলে ফোনের মাদার বোর্ড পুড়ে গিয়ে আগুন ধরতে পারে।এই ফোন গুলোর ব্যাটারি ব্লাস্ট হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
এই overheating থেকে বাচাঁর উপায় নিচে তুলে ধরা হল:
১. আপনার ফোনে অপ্রয়োজনীয় apps অযথা install করে রাখবেন না।এতে ফোনের ram এর উপর চাপ বেশি পড়বে।
২. আপনার ফোনের cache & junk file প্রতিনিয়ত ক্লিন করবেন।এগুলো apps গুলো বেশি সক্রিয় হতে পারবে না।
৩. আপনারা ram booster apps গুলি ব্যবহার করতে পারেন।
৪. আপনি যে জায়গায় ইন্টারনেট ব্যবহার করেন সে জায়গায় যদি নেটওয়ার্ক কম পায় তাহলে দেখবেন আপনার মোবাইল খুব তাড়াতাড়ি গরম হবে। এজন্য এসব জায়গায় নেট ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৫. Wi fi অযথা অন করে রাখবেন না।
আশা করি এসব থেকে বিরত থাকলেই মোবাইল ফোন কম গরম হবে।
Thanks All
0 Comments