আপনি কী ফেইজবুক চালান।আপনার id এর কী password ভুলে গেছেন। তাহলে আজকের বিষয়টা আপনার জন্য। ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে আপনার User name/Phone Number/Email দিয়ে id ফিরে পাওয়া যায়। এর জন্য যা করবেন প্রথমে ফেসবুকে ডুকে email ও পাসওয়ার্ড দেওয়ার বক্সের নিচে forget pasword নামে একটি অপশন দেখবেন।সেটাতে ক্লিক করবেন। তারপর আরেকটি বক্স পাবেন। সেখানে, আপনার Facebook যদি email দিয়ে খোলা হয় তাহলে emai লিখে সার্চ দিন আর যদি মোবাইল নম্বর দিয়ে খুলেন তাহলে মোবাইল নম্বর দিয়ে সাচ দিবেন। দেখবেন আপনার আইডিটি দেখাবে। তারপর এটা আপনার আইডি স্বীকার করে কন্টিনিউ চাপবেন। তারপর আপনার দেয়া ইমেইলে বা ফোনে একটা ম্যাসেজ যাবে। ম্যাসেজে একটা কোড থাকবে সেটা ঐ পেজে কোডের জায়গায় কোড বসিয়ে কন্টিনিউ চাপলে নতুন পাসওয়ার্ড দিতে বলবে। তখন আপনি আপনার ইচ্ছে মত পাসওয়ার্ড দিতে পারবেন। আর এভাবেই আপনি আপনার ফেসবুক আইডি আবার ফিরে পাবেন। Thanks All
0 Comments