হ্যালো ভিউওয়াস।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হলো যে youtube এর নতুন দুইটা আপডেট নিয়ে।এই আপডেট দুইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ।তাহলে চলুন শুরু করি।
সময়ের সাথে সাথে ইউটিউব এর policy খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। বিভিন্ন কারণে তারা খুবই দ্রুত এই আপডেট গুলো নিয়ে আসে।এই আপডেটগুলো আমাদের জন্য অনেক সময় ভালো এবং অনেক সময় খারাপ খবর।
নিচে আপডেট দুইটা সম্পর্কে বলা হলো ঃ
১. প্রথম আপডেট টা হচ্ছে যে, made for kids or not made for kids।এই দুটোর অর্থ হচ্ছে যে
আপনার চ্যানেলের ভিডিও গুলো কী শিশুদের জন্য না বা শিশুদের জন্য নয়।
শিশুদের জন্য হলে আপনাকে youtube studio beta তে গিয়ে advance অপশনে যেতে তারপর made for kids অপশনটা সিলেক্ট করতে হবে।
আর শিশুদের জন্য না হলে not made for kids সিলেক্ট করে দিতে হবে।
আর আপনার চ্যানেলে দুই ধরনের ভিডিও থাকলে প্রত্যেকটা ভিডিওতে আলাদাভাবে সিলেক্ট করে দিতে হবে।ভুল করলে আপনার চ্যানেল সাসপেন্ড করে দিবে।
২. এই আপডেটটা হচ্ছে যে youtube তাদের কিছু অপশন বন্ধ করে দিবে যেগুলো থেকে তাদের কোন ইনকাম হয় না।তারা অনেক চ্যানেল ও ডিলেট করে দিবে।
যেই চ্যানেল গুলো থেকে তাদের কোন ইনকাম হয় না।এরকম অনেক চ্যানেল আছে যেগুলো adsense ব্যতীত বিভিন্নভাবে টাকা ইনকাম করে।যেমন affiliate marketing, sponser ship etc.
যাদের চ্যানেল হতে একবার adsense disable হয়ে গিয়েছে তাদের চ্যানেল গুলো বন্ধ করে দিবে ১০ ই ডিসেম্বর এর মধ্যে।
Thanks All
0 Comments