হ্যালো ভিউওয়াস আসসালামু আলাইকুম।আমাদের ওয়েবসাইটের পক্ষ হতে আপনাদেরকে জানাই স্বাগতম।আশা করি আপনারা অনেক ভাল আছেন।আমাদের আজকের বিষয় হল যেভাবে আপনারা আপনার মোবাইল বা ল্যাপটপে সবসময় ফুল চার্জ রাখবেন।তাহলে চলুন শুরু করি।
আমাদের সবার ল্যাপটপ না থাকলেও একটি করে স্মার্টফোন সবার আছে।কারও আবার ল্যাপটপ ও আছে মোবাইল ও আছে।এই মোবাইল বা ল্যাপটপ গুলো নতুন নতুন ভাল চার্জ যায়।কিন্তু একটু পুরোনো হলে চার্জ খুব দ্রুত শেষ হয়।আজকে আমি কয়েকটা টিপ্স দিবে যার মাধ্যমে আপনাদের মোবাইল ও ল্যাপটপের ভাল চার্জ যাবে।
মোবাইলে সবসময় ফুল চার্জ রাখার উপায় :
১. মোবাইল বা ল্যাপটপ কখনও একদম শীতল বা উষ্ণ স্থানে রাখবেন না।এতে মোবাইলের আয়ু তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে।সবসময় চেষ্টা করবেন শুষ্ক স্থানে রাখার।
২. চার্জ দেওয়ার সময় ১০০% না হওয়া পর্যন্ত কখনওই চার্জ থেকে খুলবেন না।ফুল চার্জ না হলে বারবার খোলাখুলি করলে আপনার মোবাইলের সমস্যা হবে।
৩. বাজারের আজে বাজে চার্জার দিয়ে চার্জ দিবেন না।যেই ব্রান্ডের মোবাইল সেই ব্রান্ডের চার্জার দিয়ে চার্জ দিবেন।এতে মোবাইলের ব্যাটারি যথেষ্ট ভাল থাকবে।
৪. সবসময় ডাটা কানেকশন,ওয়াই-ফাই,লোকেশন অযথা চালু রাখবেন না।এতে আপনার মোবাইলের ব্যাটারির কাজ একেবারে শেষ।যখন প্রয়োজন হবে তখন শুধু চালু রাখবেন।
৫. ২০% এর নিচে মোবাইলের চার্জ আসলে ভুলেও আর মোবাইল ব্যবহার করবেন না।সাথে সাথে মোবাইল চার্জে দিবেন।
তাহলে দেখবেন আপনার মোবাইলে ভাল চার্জ টিকবে।
0 Comments