আজকে যে টিপস টি শেয়ার করতে যাচ্ছি সেটা আমরা যারা এন্ডয়েড মোবাইল ও কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য খুবই গুরুত্ব পূণ্য ।
আপনি আপনার এন্ডয়েড মোবাইল কে মডেম হিসেবে ইউজ করতে পারবেন।কোন মডেম লাগবেনা।
এই কাজটি করার জন্য আপনাদের যা যা করতে হবে তা নিচে বলা হল :
1. প্রথমে আপনার ডাটা ক্যাবেলটি দিয়ে আপনার পিসিতে মোবাইল সংযোগ দিন ।
2. এবার আপনার মোবাইল এর ডাটা কানেক্টশনটা অন করে দিন ।
3. তারপর আপনার মোবাইল এর সেটিং এ যান ।
4. এই মেনুতে যান More > Tethering & Protable Hotspot
5. WLAN Hotspot অন করুন এবং USB Tethering অন করুন ।
দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার পিসিতে নেট কানেক্ট হয়ে গেছে । এবার আপনি ইচ্ছে মত ইন্টারনেট চালান।
ধন্যবাদ
0 Comments